facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

বাংলাদেশের সামনে র‌্যাংকিংয়ে আটের হাতছানি


০৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার, ০৯:১৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


বাংলাদেশের সামনে র‌্যাংকিংয়ে আটের হাতছানি

শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের প্রথমটি ড্র করায় নতুন স্বপ্ন দেখেছে টাইগাররা। জেগে ওঠে। বৃহস্পতিবার মিরপুরে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট জিততে পারলেই প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে পা রাখবে টিম বাংলাদেশ। তবে ড্র করলেও থাকছে সেই সুযোগ।

এই মুহূর্তে ৭২ রেটিং নিয়ে নয় নম্বর আছে টাইগাররা। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিংও বাংলাদেশের সমান। কিন্তু পয়েন্টের হিসাবে এগিয়ে থাকায় এক ধাপ পেছনে আছে লাল-সবুজের পতাকাবাহীরা।

চলমান টেস্ট সিরিজ বাংলাদেশ জিতলে ছয় রেটিং বেড়ে দাঁড়াবে ৭৮-এ। ড্র করলে বাড়বে দুই রেটিং। আর হারলে অপেক্ষা করতে হবে পরের সিরিজের জন্য।

অন্যদিকে সিরিজ শ্রীলংকা জিতলে এক রেটিং খোয়াবে বাংলাদেশ। যদিও লংকানদের ওপরে ওঠার কোনো সুযোগ নেই। তবে রেটিংটা বাড়িয়ে নিতে পারবে তারা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওপরে আছে পাকিস্তান। সাত নম্বরে থাকা পাকিস্তানের রেটিং ৮৮। তাদের ওপরে ছয়ে আছে শ্রীলংকা। লংকানদের ঝুলিতে আছে ৮৪ রেটিং।

পাঁচ নম্বর আসনটা ইংলিশদের দখলে। রুট-রয়দের নামের পাশে আছে ৯৯ রেটিং। ইংল্যান্ডের চেয়ে এক রেটিং বেশি নিয়ে চারে নিউজিল্যান্ড। নিজের মাটিতে ভারতের কাছে শেষ টেস্ট হেরে এক থেকে দুইয়ে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের অর্জন ১১৫ রেটিং। সবার ওপরে থাকা কোহলি-রোহিতদের রেটিং ১২১। তিনে আছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১০৪। আর টেস্ট র‌্যাংকিংয়ের তলানিতে থাকা জিম্বাবুয়ের রেটিং ১।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: