facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

বস্ত্র খাতের ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা


১১ অক্টোবর ২০১৭ বুধবার, ০৩:০০  পিএম

শেয়ার বিজনেস24.কম


বস্ত্র খাতের ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তিন কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

এগুলোর মধ্যে স্টাইলক্রাফট মোট ৯০ শতাংশ, শাশা ডেনিম মোট ৩১ শতাংশ ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

তিন কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি বছরের জুনে সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশের সিদ্ধান্ত নিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

স্টাইলক্রাফ্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যতম পুরনো কোম্পানি স্টাইলক্রাফ্ট শেয়ারহোল্ডারদের ১০ নগদ ও ৮০ শতাশং স্টক লভ্যাংশ হিসেবে দেবে।

অর্থাৎ প্রতি শেয়ারে ১ টাকা নগদ ও ১০টি শেয়ারে নতুন আটটি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা ।

মঙ্গলবার ডিএসইতে এ ক্যাটাগরির এই শেয়ারের সমাপনী দর ছিল ১৭২১ টাকা ৪০ পয়সা ।

আলোচ্য সময়ে স্টাইলক্রাফ্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ৪৭ পয়সা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৫০৮ টাকা ০৪ পয়সা।

এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ৪ ডিসেম্বর, যার রেকর্ড ডেট ২ নভেম্বর।

১৯৮৩ সালে তালিকাভুক্ত স্টাইলক্রাফ্ট আগের হিসাব বছরে ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

শাশা ডেনিম

শাশা ডেনিমের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক হিসেবে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাত্ প্রতি শেয়ারে ২ টাকা ৫০ পয়সা করে নগদ ও প্রতি ১০০টি শেয়ারে ৬টি নতুন শেয়ার পাবেন বিনিয়োগকারীরা ।

এ ক্যাটাগরির এই শেয়ারটি মঙ্গলবার ডিএসইতে সর্বশেষ ৬৭ টাকা ৬০ পয়সায় লেনদেনে হয়।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৭ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১৫ নভেম্বর, যার রেকর্ড ডেট ৩১ অক্টোবর।

২০১৫ সালে পঁজিবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিম আগের হিসাব বছরে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ।   

শেফার্ড ইন্ডাস্ট্রিজ

শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

অর্থাত্ প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ১০টি করে নতুন শেয়ার পাবেন বিনিয়োগকারীরা ।

এ ক্যাটারির কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারের মঙ্গলবারের সমাপনী দর ছিল ৩৬ টাকা ৮০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৪ পয়সায়।

২০১৭ সালে বাজারে তালিকাভুক্ত এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২১ নভেম্বর, যার রেকর্ড ডেট ৩১ অক্টোবর।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: