facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতি প্রদর্শনী শুরু


০৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার, ১১:১৮  এএম

নিজস্ব প্রতিবেদক


বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতি প্রদর্শনী শুরু

ঢাকায় বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতি প্রদর্শনী ডিটিজি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও থাইল্যান্ডের ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি।

প্রদর্শনীর উদ্বোধনীতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, বস্ত্র ও পোশাক খাতে উদ্যোক্তাদের আরও সৃজনশীল হতে হবে। পণ্যের মান উন্নয়নের মাধ্যমে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে হবে। বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, গ্যাস সংকটই এখন বস্ত্র খাতে বড় উদ্বেগের বিষয়। এ সংকট সমাধানে দ্রুত এলএনজি আমদানির আহ্বান জানান তিনি।

প্রদর্শনীতে ৩৬ দেশের ১১০০ প্রতিষ্ঠান যন্ত্র প্রদর্শন করছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮ পর্যন্ত প্রদর্শনী রোববার শেষ হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: