facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ফের ব্যাংকের শেয়ার রমরমা


১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার, ০২:১৯  পিএম

নিজস্ব প্রতিবেদক


ফের ব্যাংকের শেয়ার রমরমা

অনেকদিন পর হঠাৎ গতকাল বুধবার ব্যাংকময় হয়ে পড়ে শেয়ারবাজার। লেনদেনের এক পর্যায়ে বাড়তে শুরু করে প্রায় সব ব্যাংকের দর। অথচ প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৪৯ শতাংশ শেয়ারের দর কমার বিপরীতে ৩৮ শতাংশের দর বেড়েছে। তারপরও প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৫৮২২ পয়েন্ট ছাড়িয়েছে। মূলত ব্যাংক খাতের কারণেই সূচক বেড়েছে প্রায় ৪৫ পয়েন্ট।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি এপ্রিলের শুরু থেকে টানা কমছিল ব্যাংক খাতের শেয়ারদর। গতকাল বুধবার ডিএসইতে ট্রাস্ট বাদে তালিকাভুক্ত সব ব্যাংক কোম্পানির দর বেড়েছে। এতে খাতটির সার্বিক দর বেড়েছে পৌনে ৩ শতাংশ।

দিনের লেনদেন পর্যবেক্ষণে দেখা গেছে, শুরুতে অন্য সব খাতের মতো ব্যাংক খাতের ৩০ কোম্পানির মধ্যে ২২টিই দর হারায়। প্রথম আধা ঘণ্টায় কিছুটা দর হারালেও শিগগির ঊর্ধ্বমুখী হতে থাকে ব্যাংকের দর। এতে নিম্নমুখী সূচকও ঘুরে দাঁড়ায়। সার্বিকভাবে তখনও অনেক শেয়ার দর হারিয়ে কেনাবেচা হয়।

গতকাল সর্বাধিক সাড়ে ৭ শতাংশ দর বেড়েছে এক্সিম ব্যাংকের। সর্বশেষ কেনাবেচা হয়েছে সাড়ে ১৪ টাকায়। যদিও লেনদেনের শুরুতে শেয়ারটি পৌনে ১ শতাংশ দর হারিয়েছিল। এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের শেয়ারদর সাড়ে ৬ শতাংশ, ওয়ান ব্যাংকের সাড়ে ৫ শতাংশ, শাহ্‌জালাল ব্যাংকের শেয়ারদর বেড়েছে সোয়া ৫ শতাংশ।

তবে সাধারণ বিনিয়োগকারীদের বড় অংশের চোখ ছিল ব্র্যাক ব্যাংকের শেয়ারদরে। গতকাল একপর্যায়ে শেয়ারটি ৮২ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়। রেকর্ড ডেটের ঠিক আগে যারা এ শেয়ার কিনেছিলেন, লোকসান বৃদ্ধির ভয়ে তাদের কপালের ভাঁজ বড় হচ্ছিল। আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন হলেও ওই শেয়ারসহ তাদের শেয়ারের গড় ক্রয়মূল্য দাঁড়াবে ৮৪-৮৫ টাকা। ব্যাংক খাতের সার্বিক নিম্নমুখী ধারায় টানা দু`দিন দর কমায় শেয়ারহোল্ডাররা চিন্তায় পড়েছিলেন। শেষ দিকে দর ৮৬ টাকা ছাড়ালে হাঁফ ছেড়ে বাঁচেন অনেকেই।

এদিকে গতকাল ব্যাংক খাতে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। গতকাল শুধু ডিএসইতে ব্যাংকটির সর্বাধিক এক কোটি ৮১ লাখ ৯২ হাজার শেয়ার ৪৯ কোটি ১৫ লাখ টাকায় কেনাবেচা হয়। অবশ্য এর মধ্যে এক কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৬৪৭ শেয়ার মাত্র একটি ব্লক ট্রেডের মাধ্যমে ৪৬ কোটি টাকারও বেশি মূল্যে কেনাবেচা হয়েছে। কারা এ শেয়ার কেনাবেচা করেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।

বাজার সূত্র জানায়, চট্টগ্রামের আলোচিত একটি ব্যবসায়ী গ্রুপের স্বার্থ-সংশ্নিষ্ট এক প্রতিষ্ঠান শেয়ারগুলো কিনেছে। কোনো প্রকার ঘোষণা ছাড়াই বিক্রির মতো এতো বিপুল শেয়ার কারো কাছে নেই। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির কাছে সাড়ে ৪ কোটির বেশি শেয়ার ছিল। ইসলামী ব্যাংকের পর্ষদ সদস্য হওয়ার পরও গত মার্চে প্রতিষ্ঠানটি বিনা ঘোষণায় ১১ লাখ ৩৬ হাজার শেয়ার কিনেছে। অনেকের ধারণা, ঘোষণা ছাড়া গতকাল আইসিবি এ শেয়ার বিক্রি করেছে।

ব্যাংক খাতের লেনদেনে এরপরের অবস্থানে ছিল আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। গতকাল ব্যাংকটির ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের প্রায় সোয়া ২৩ লাখ শেয়ার পৌনে ২০ কোটি টাকায় কেনাবেচা হয়েছে।

ডিএসইর লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক খাতের বাইরে শুধু কাগজ ও ছাপাখানা খাত ভালো অবস্থায় ছিল। এ খাতের দুই কোম্পানির উভয়ের বাজারদর বেড়েছে। গতকাল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩ কোম্পানির মধ্যে ১২টির দর কমেছে, বেড়েছে ৭টির। বাকি ৪টির দর অপরিবর্তিত থেকেছে। একইভাবে বীমা খাতের ১৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে ২৭টির দর কমেছে। প্রকৌশল খাতের ১১টির দরবৃদ্ধির বিপরীতে ২৩টির, ওষুধ ও রসায়ন খাতের ৭টির দরবৃদ্ধির বিপরীতে ২১টির দর কমেছে। অন্য সব খাতের বেশিরভাগ শেয়ারদর কমেছে।

সার্বিক নিম্নমুখী ধারার মধ্যেও গতকাল রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্টার্ন লুব্রিকেন্টস কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দর এক হাজার ৩৭৯ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয়। এ ছাড়া মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও কুইন সাউথ টেক্সটাইলের শেয়ারও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়।

বিপরীতে লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় ফারইস্ট ফাইন্যান্স প্রায় ৭ শতাংশ দর হারিয়ে ছিল দরপতনের শীর্ষে। সর্বশেষ কেনাবেচা হয়েছে ৮ টাকা ২০ পয়সায়। দরপতনে এর পরের অবস্থানে থাকা এডভেন্ট ফার্মা, সোনালী আঁশ, ন্যাশনাল টি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ৪ থেকে সাড়ে ৬ শতাংশ দর হারিয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: