facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ফুওয়াং সিরামিকের মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন


২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৯:১৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


ফুওয়াং সিরামিকের মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফুওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে কোম্পানির বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কোম্পানির অনুমোদিত মূলধন ৩০০ কোটি থেকে ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ২১৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়।

এসএস স্টিল প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ অর্থাৎ শতভাগ শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে ১:১ অনুপাতে এক্যুইজেশন করা হয়েছে।

ইজিএমে কোম্পানির চেয়ারম্যান জাবেদ অপগেনহাফেন, ব্যবস্থাপনা পরিচালক লি পাক ট্যাং, স্বাধীন পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সাদাত রহমান, কোম্পানি সচিব আহমেদ মোনাব্বিসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: