facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

ফিলিপাইনকে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী


০৫ ডিসেম্বর ২০১৬ সোমবার, ০৯:০৮  এএম

শেয়ার বিজনেস24.কম


ফিলিপাইনকে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফিলিপাইনের পক্ষ থেকে চাওয়া হলেও তা দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এটা আমাদের একদমই নিজস্ব বিষয়।

অর্থ ফেরত না দেয়ার ব্যাপারে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিবৃতিকে গ্রাহ্য করা হচ্ছে না বলেও সংবাদ সম্মেলনে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, চুরি যাওয়া অর্থের মধ্যে ২ কোটি ৯০ লাখ ডলার ফিলিপাইনের সুপ্রিম কোর্টের আদেশে ফ্রিজ করে রাখা আছে, যা আমরা পাব। তবে কবে পাব, সে বিষয়ে বলতে পারছি না।

সচিবালয়ে গতকাল সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন অর্থমন্ত্রী। তার আগে আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, অর্থপ্রাপ্তির বিষয়ে আমরা নৈতিকতার দিক থেকে সঠিক অবস্থানে আছি। ফলে অর্থ ফেরত দিতেই হবে। তাছাড়া আরসিবিসির বিবৃতিতে ফিলিপাইনের অর্থমন্ত্রীও সাড়া দেননি। বাংলাদেশকে অর্থ ফেরতের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তিনি।

আরসিবিসির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করতে পারি। কারণ সন্দেহ প্রকাশ করার পরও তারা টাকা দিয়েছে। আমি মনে করি, ফেডের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমরা সেটা এক্সপ্লোর করছি।

রিজার্ভ চুরি তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি এরই মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছে। প্রতিবেদন প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সময় হলে ঠিকই প্রকাশ করা হবে।

বাংলাদেশ প্রতিনিধি দলের ফিলিপাইন সফর বিষয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, আমাদের আইনমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফিলিপাইন সফর করে এসেছেন। এরই মধ্যে দেড় কোটি ডলার ফেরত দিয়েছে দেশটি। চুরি হওয়া অর্থ আরসিবিসির মাধ্যমেই যে সে দেশের ক্যাসিনোয় গেছে, তা আজ প্রমাণিত। ‘টাকা কীভাবে চুরি হলো, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় সত্য হলো, ‘চোরেরা’ তাদের ব্যাংক ব্যবহার করেছে এবং চুরির টাকা কোনোভাবেই তাদের নিজেদের সম্পত্তি হতে পারে না। ঘটনার শুরুতেই আরসিবিসির সঙ্গে আমাদের একটা বোঝাপড়া হয়েছিল। তাতে তারা সব টাকা ফেরত দেয়ার অঙ্গীকারও করেছিল। এখন তারা সে অবস্থান থেকে সরে আসতে চাইছে।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের আওতায় ফিলিপাইন সরকার এরই মধ্যে আরসিবিসির বিরুদ্ধে দুটি মামলা করেছে। এজন্য আমাদের নিজেদের মামলা করার প্রয়োজন নেই। আমাদের হয়েই দেশটির সরকার মামলা পরিচালনা করবে। এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) সদস্যদেশ হিসেবে সে সুবিধা আমরা পাচ্ছি। যদি প্রয়োজন হয়, তাহলে মামলা আরো হতে পারে। অতএব আমরা এ টাকা পাব বলে আশা রাখি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: