facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ফিক্সিংয়ে দুই পাকিস্তানি ক্রিকেটার সাসপেন্ড


১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার, ০৫:১৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


ফিক্সিংয়ে দুই পাকিস্তানি ক্রিকেটার সাসপেন্ড

পাকিস্তান ক্রিকেট আবারও ফিক্সিংয়ের কালো মেঘে ঢাকা পড়ল। অভিযুক্ত দুই পাকিস্তানি ক্রিকেটার সারজিল খান ও খালিদ লতিফ। এরই মধ্যে তাদের চলতি পাকিস্তান সুপার লিগ থেকে সাসপেন্ড করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইসিসির তত্ত্বাবধানে পিসিবি ওই ঘটনার তদন্ত করছে। আপাতত সারজিল ও লতিফকে সাসপেন্ড করা হয়েছে। খেলার মাঠে স্বচ্ছতা আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ’ এর বেশি ওই বিবৃতিতে কিছু জানানো হয়নি।

২৭ বছর বয়সি সারজিল অস্ট্রেলিয়া সফরেও পাকিস্তান দলে ছিলেন। দেশের হয়ে মোট ২৫টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। অপরদিকে ৩১ বছর বয়সী লতিফ গত বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দলের সদস্য ছিলেন। দেশের হয়ে পাঁচটি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।  

পাকিস্তান সুপার লিগের চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘ঘটনাটি নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। তবে এ তদন্তই পরিস্কার করে দিচ্ছে যে আমরা খেলাধুলার জগৎ থেকে দুর্নীতি দূর করতে কতটা বদ্ধপরিকর। আমরা কোনো ধরনের দুর্নীতিমূলক কাজকে সমর্থন করি না। তদন্তের প্রয়োজনে আমরা কোনো কঠিন পদক্ষেপ নিতেও দুবার ভাবব না। ’ একই সুর পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খানের গলাতেও। তিনি বলেন, ‘কেবলমাত্র কয়েকজনের জন্য পাক ক্রিকেট বোর্ড এমন পদক্ষেপ নেবে না, যাতে ক্রিকেট খেলাটির ঐতিহ্য বা পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট না হয়। ’

এর আগে ২০০০ সালে সেলিম মালিক এবং আতাউর রহমানকে আজীবন নির্বাসিত করেছিল পিসিবি। এছাড়া ২০১০ সালে টেস্ট অধিনায়ক সালমন বাট, মহম্মদ আমির এবং মহম্মদ আসিফকে নির্বাসিত করা হয় পাঁচ বছরের জন্য। আরেক পাক ক্রিকেটার দানিশ কানেরিয়াকেও ২০১২ সালে একই কারণে আজীবন নির্বাসিত করা হয়েছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: