facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বেচে দিচ্ছে নূরানী ডাইং


২৪ অক্টোবর ২০২০ শনিবার, ০৮:০৩  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বেচে দিচ্ছে নূরানী ডাইং

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং অ্যান্ড স্যুয়েটারের শেয়ার ছেড়ে দিচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

২০১৯ সালের ৩০ জুন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭.৩২ শতাংশ শেয়ার ছিল যা ২০২০ সালের ৩১ আগস্ট কমে দাঁড়ায় ১৬ দশমিক ৯৩ শতাংশে। অবশ্য গত সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ কোম্পানির কিছু শেয়ার কিনেছেন। তালিকাভুক্তির পর এ শেয়ারটি একটি চক্র কারসাজি করেছে বলে অভিযোগও ওঠেছিল। চলতি অক্টোবরের ২৪ তারিখ পর্যন্ত নূরানী ডাইংয়ের উদ্যোক্তাতের কাছে ৩০.৯৩ শতাংশ শেয়ার রয়েছে। আর ১৭.০৯ শতাংশ শেয়ার আছে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। বাকি ৫১.৯৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

এদিকে গত দুই বছরে কোম্পানিটির শেয়ার দর কমেছে সাড়ে তিনগুন। ২০১৯ সালে জানুয়ারির শুরুতে শেয়ারটির দর ছিল ২৩ টাকা ৪০ পয়সা। যা কমতে কমতে চলতি বছরের ২২ অক্টোবর ৭ টাকা ৭০ পয়সায় নেমেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, নূরানী ডাইংয়ের অর্ধেকের বেশি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের ঘারে চাপিয়েছে। ৩০ জুন ২০১৯ পর্যন্ত কোম্পানির স্বল্পমেয়াদী লোন ৩৪ কোটি ৪৬ লাখ টাকা ও দীর্ঘমেয়াদী লোন রয়েছে ৩৯ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা। আর ১৫০ কোটি টাকার অনুমোদিত কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ১১১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ ১১১ কোটি টাকার পরিশোধিত কোম্পানির ৭৪ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকাই লোন।

 

কোম্পানিটির লভ্যাংশ দেওয়ার ধরনও দুর্বল। ২০১৭ সালে কোম্পানিটি ১০ শতাংশ স্টক দেয়, ২০১৮ সালে ১১ শতাংশ স্টক ও ২ শতাংশ নগদ দেয় ও সর্বশেষ ২০১৯ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। কোনো কোম্পানি যখন স্টক লভ্যাংশ দেয় তখন বুঝতে হয় কোম্পানিটি দুর্বল। অবশ্য বিনিয়োগকারীদের ঠকিয়ে কোম্পানিটি ঠিকই ১৮ কোটি ২৬ লাখ টাকা রিজার্ভ রেখেছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: