facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অর্থ পেলেন ফুটবলার উন্নতি খাতুন


১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার, ০৭:২৭  পিএম

নিজস্ব প্রতিবেদক


প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অর্থ পেলেন ফুটবলার উন্নতি খাতুন

গত বছর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন উন্নতি খাতুন। উদীয়মান এই ফুটবলারের পরিবারের দুর্দশার খবর জানতে পেরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাকে আর্থিকভাবে সহায়তা প্রদানেরও সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই অর্থ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে উন্নতি খাতুনের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা ছাড়াও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে মাসিক ক্রীড়া ভাতা ২৪ হাজার টাকা পেয়েছেন উন্নতি। সেই অর্থের চেক প্রদানকালে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ‘এটি আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। তিনি করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহায়তা করতে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়াও তিনি অসহায় দুস্থ ক্রীড়াসেবীদের জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা প্রদান করেছেন।’


প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নতি খাতুন বলেছেন, ‘আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। এতে আমি দারুণ ভাবে উৎসাহিত। আমি দেশের জন্য সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: