facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন মঙ্গলবার


২৮ জানুয়ারি ২০১৮ রবিবার, ১১:২০  এএম

নিজস্ব প্রতিবেদক


প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার সিলেট সফরে আসছেন। ওইদিন দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফরকালে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

নির্বাচনী বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিলেট আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলেন, দলীয় সভানেত্রীর এ সফর তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করবে। সফরকালে জনসভায় নেতাকর্মীদের আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কয়েক দিন ধরেই সিলেটজুড়ে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠ প্রস্তুত করার কাজ চলছে জোরেশোরে। কয়েক দিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সিলেট গিয়ে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করে তোলার জন্য ব্যাপক কর্মতত্পরতা চালাচ্ছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। কয়েক লাখ লোক এ সমাবেশে যোগ দেবেন। ওইদিন আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সিলেটের উন্নয়ন নিয়েও কথা বলবেন তিনি।

দলের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেয়া হয়েছে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সিলেটের জেলা প্রশাসন।

গতকাল বিকালে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের সদস্যরা জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সিলেট সফরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে সর্বশেষ খোঁজখবর নেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। পুলিশ-র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নগরীজুড়ে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকবেন।


সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর এবারের সিলেটে আগমনের সফরসূচিতে হজরত শাহজালাল (র.), হজরত শাহপরান (র.) ও হজরত গাজী বুরহান উদ্দিন (র.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি থাকছে বেশকিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন।

সফরসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী এই তিন মাজার জিয়ারত করবেন। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। বেলা ২টা ৪০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ৩টায় একই মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর জালালাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেট এলেও সেবার কোনো জনসভায় যোগ দেননি প্রধানমন্ত্রী।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: