facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

প্রথম দিনেই ১০৪৭% দর বাড়ল ওয়াইম্যাক্সের


০৬ নভেম্বর ২০১৭ সোমবার, ০৪:৫১  পিএম

শেয়ার বিজনেস24.কম


প্রথম দিনেই ১০৪৭% দর বাড়ল ওয়াইম্যাক্সের

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের লেনদেনের প্রথম দিনেই দর বেড়েছে ১০৪ টাকা বা এক হাজার ৪৭ শতাংশ। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১১৪ টাকা ৭০ পয়সা দরে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ওয়াইম্যাক্স ৮২ টাকা দরে ডিএসইতে লেনদেন শুরু করে। কোম্পানিটির অ্যাডজাস্টেড ওপেনিং প্রাইজ ছিল ১০ টাকা। এদিন শেয়ারটির দর ৭৯ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত উঠানামা করে।

লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ১৭ হাজার ৪০৩ বারে ৬১ লাখ ২০ হাজার ৪২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৬৮ কোটি ৭৪ লাখ টাকা।

ওয়াইম্যাক্সের অনুমোদিত মূলধন রয়েছে ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৪৫ কোটি ৮৯ লাখ টাকা। পুঁজিবাজারে কোম্পানিটির মোট ৪ কোটি ৫৮ লাখ ৯২ হাজার শেয়ার রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: