facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

প্রথম ঘণ্টায় ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের দর ৪৫ থেকে ৬৬ টাকায় ওঠানামা


১৭ মে ২০১৮ বৃহস্পতিবার, ০২:৪২  পিএম

নিজস্ব প্রতিবেদক


প্রথম ঘণ্টায় ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের দর ৪৫ থেকে ৬৬ টাকায় ওঠানামা

জ্বালানি-বিদ্যুৎ খাতের নতুন কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ৬০ টাকা ৯০ পয়সা দরে।

ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনের আধা ঘণ্টার মধ্যে অর্থাৎ বেলা ১০টা ৫৩ মিনিট পর্যন্ত শেয়ারটির দর ৪৫ টাকা থেকে ৬৬ টাকা পর্যন্ত উঠা-নামা করে। এই সময়ে শেয়ারটির দর ৩৬ টাকা ১০ পয়সা বা ৩৬১ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানিটি ৫ হাজার ৪২৮ বারে ৩১ লাখ ২৩ হাজার ৭৫৭টি শেয়ার লেনদেন করেছে।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “INTRACO”। আর কোম্পানি কোড ১৫৩২০।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির স্ক্রিপ কোড “INTRACO”। আর স্ক্রিপ আইডি ২০০২০।

কোম্পানিটির শেয়ার লেনদেনে স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স ও পোর্টফোলিও ম্যানেজারদের মার্জিন ঋণ দিতে নিষেধাজ্ঞা জানিয়েছে বিএসইসি। আজ থেকে লেনদেনের প্রথম ৩০ দিন শেয়ারটি কিনতে কোনো ঋণ সুবিধা নেওয়া যাবে না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: