facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

পোশাক শিল্প: ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ


১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ০৭:১২  পিএম

নিজস্ব প্রতিবেদক


পোশাক শিল্প: ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ

পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবনার দূরত্ব কমিয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আগে নূন্যতম বেতন ছিল ৫ হাজার ৩শ টাকা।

গত ১৬ জুলাই বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ নতুন কাঠামোয় নিম্নতম মজুরি প্রস্তাব করে ৬ হাজার ৩৬০ টাকা। আর শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ১২ হাজার ২০ টাকা। পরে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত চতুর্থ সভায় এ পার্থক্য কমিয়ে আনার ব্যাপারে দুপক্ষ ঐকমত্যে পৌঁছায়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, শ্রমিকদের নূন্যতম বেতনের ৪১০০ টাকা হবে মূল বেতন, ২০৫০ টাকা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ টাকা এবং খাবার বাবদ পাবেন ৯০০ টাকা।

পাঁচ বছর বিরতির পর গত জানুয়ারিতে পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি পর্যালোচনা শুরু হয়। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে মজুরি বোর্ড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: