facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

পুঁজিবাজারে সূচক বেড়েছে


১৯ অক্টোবর ২০২০ সোমবার, ০৬:১৪  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারে সূচক বেড়েছে

পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সূচক বেড়েছে । এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ বেড়ে ৪ হাজার ৯০২ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে ৭৮৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৬৫৭ কোটি ৩০ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, আর কমেছে ১২৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৪ দশমিক ৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৯০ দশমিক ২৮ পয়েন্টে।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯৭ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩১ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭০ শতাংশ বেশি।
সিএসইতে ১৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৬ কোটি ৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: