facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থান


০৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার, ০৩:৩১  পিএম

নিজস্ব প্রতিবেদক


পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থান

টানা পাঁচ কার্যদিবস পতনের পর সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

মঙ্গলবার লেনদেনের শুরুর প্রথম পৌনে দুই ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে।

বেলা ১২টা ১৩ মিনিট পর্যন্ত ডিএসইতে ১২১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১২ পয়েন্টে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৮৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: