facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

পুঁজিবাজারে বিপর্যয় ঠেকাতে কমিটি


২১ জুলাই ২০১৯ রবিবার, ০৭:৪৩  পিএম

নিজস্ব প্রতিবেদক


পুঁজিবাজারে বিপর্যয় ঠেকাতে কমিটি

পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণ খোঁজতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তদন্ত কমিটি অস্বাভাবিক লেনদেনের কারণ খতিয়ে দেখবে। বিনিয়োগকারীদের স্বার্থে ২১ জুলাই রোববার এ কমিটি গঠন করা হয়েছে। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

কমিটির ৪ সদস্য হচ্ছেন- বিএসইসির পরিচালক রেজাউল করিম, উপ-পরিচালক মো. অহিদুল ইসলাম, উপ-পরিচালক মো. নজরুল ইসলাম ও উপ-পরিচালক মো. রাকিবুর রহমান। এরমধ্যে রেজাউল করিম কমিটির আহ্বায়ক ও বাকিরা সদস্য। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে।

উল্লেখ, গত কয়েক মাস ধরে শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। এ পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চলতি বছরের ২৪ জানুয়ারির ৫৯৫০ পয়েন্ট থেকে রবিবার (২১ জুলাই) লেনদেন শেষে ৫০৩৪ পয়েন্টে নেমে এসেছে। যা বিগত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন। এসময় বিএসইসি অনেক কার্যকরি সংস্কার করেছে। তারপরেও পতন রোধ করা সম্ভব হয়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: