facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

পুঁজিবাজারে আতঙ্ক কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক


২২ অক্টোবর ২০১৮ সোমবার, ১১:০৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


পুঁজিবাজারে আতঙ্ক কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক

পুঁজিবাজারে সাম্প্রতিক দরপতনে বিনিয়োগকারীদের আতঙ্ক কাটাতে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে দরপতনের কারণগুলো চিহ্নিত করা এবং স্থিতিশীলতা ফেরাতে করণীয় ঠিক করতে ২৩ অক্টোবর মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছেন স্টেকহোল্ডাররা।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ে এ বৈঠক হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপত্র মো: সাইফুর রহমান জানান, বৈঠকে বিএসইসি, আইসিবি, ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ(সিএসই), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), শীর্ষ ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

গত কয়েকদিনে বড় ধরনের দরপতন হয়েছে। সোমবার গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। বাজার সংশ্লিষ্ট অনেকেই বলে আসছেন দেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনেক বিনিয়োগকারী তাদের হাতে থাকা শেয়ার ছেড়ে দিচ্ছেন। তবে নিয়ন্ত্রক সংস্থাগুলো জানায়, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ছে। অন্যদিকে বেশিরভাগ কোম্পানির মূল্য-আয় অনুপাত অনেকটা যৌক্তিক পর্যায়ে। এমন অবস্থায় পুঁজিবাজারে দর পতন মোটেও স্বাভাবিক নয়। কোনো সুযোগসন্ধানী গোষ্ঠি জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে থাকতে পারে, যাতে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হচ্ছে। এ মুহূর্তে তাদের আস্থা ফেরানোটাই জরুরি কাজ।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: