facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা তুলবে আফতাব ফিড


২২ মে ২০১৯ বুধবার, ০৬:১৯  পিএম

নিজস্ব প্রতিবেদক


পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা তুলবে আফতাব ফিড

পুঁজিবাজারে আসতে চায় জহুরুল ইসলাম গ্রুপের আরও একটি প্রতিষ্ঠান আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড। আর এ লক্ষ্যে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যমতে, বুক-বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা মূলধন উত্তোলন করতে চায় প্রতিষ্ঠানটি। আর এজন্য স্বনামধন্য মার্চেন্ট ব্যাংক এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট কে ইস্যু ম্যানেজার নিয়োগের মাধ্যমে ২১ মে চুক্তিবন্ধ হয়েছে আফতাব ফিড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এএএ ফাইন্যান্সের পক্ষ থেকে চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ এবং এম.ডি ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস এবং আফতাব ফিডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান উপস্থিত ছিলেন । এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ।

দেশের অন্যতম ইলেকট্রনিক খাতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে আসছে
মার্চেন্ট ব্যাংকটির হাত ধরে। এছাড়া বহুজাতিক আইটি কোম্পানি ঠাকরাল ইনফরমেশন সিস্টেমস (প্রা:) লিমিটেড কে বাজারে আনতে কিছু দিন আগে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠাকরাল বাংলাদেশে জয়েন্টভেঞ্চার এবং আইটি খাতের বহুজাতিক একটি কোম্পানি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: