facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

পুঁজিবাজার উন্নয়নে নতুন সংগঠন হচ্ছে


১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার, ০২:৪৬  পিএম

নিজস্ব প্রতিবেদক


পুঁজিবাজার উন্নয়নে নতুন সংগঠন হচ্ছে

পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে নতুন একটি সংগঠন হতে যাচ্ছে। সংগঠনটির নাম হতে পারে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্টেইকহোল্ডার অ্যাসোসিয়েশন (বিসিএমএইচএ)।

সোমবার রাজধানীর একটি হোটেলে কমিটির প্রথম সভা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভায় প্রায় ১৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।

ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির, তালিকাভুক্ত কোম্পানি, ক্রেডিট রেটিং কোম্পানিসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহীরা এই সংগঠনের সদস্য হতে পারবেন।

এ সংগঠনটির প্রথম এবং প্রধান কাজ হবে পুঁজিবাজারের উন্নয়ন সংশ্লিষ্ট। বাজার উন্নয়নের জন্য সব ধরণের কাজ করে যাবে তারা। বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুখ ও দুঃখের কথা রেগুলেটরি পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবে সংগঠনটির নেতারা।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ইবিএল সিকিউরিটিজের ব্যাবস্থাপনা পরিচালক মো: ছায়েদুর রহমানকে আহবায়ক করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: