facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

পাঁচশ ছোঁয়ার লড়াইয়ে মাহমুদউল্লাহ–সানজামুল


০১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার, ১১:৪৮  এএম

নিজস্ব প্রতিবেদক


পাঁচশ ছোঁয়ার লড়াইয়ে মাহমুদউল্লাহ–সানজামুল

ডাবল সেঞ্চুরির স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পারলেন না মুমিনুল হক। আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরুর তৃতীয় ওভারেই আউট হয়ে ফিরে যান তিনি।

আগের দিন অপরাজিত ১৭৫ রানের সঙ্গে যোগ করতে পেরেছেন মাত্র ১ রান। রঙ্গনা হেরাথের বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হন মুমিনুল। এরপর দ্রুতই আরও ২ উইকেট হারানোয় পাঁচ শ রান তোলার আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু অস্টম উইকেটে মাহমুদউল্লাহ–সানজামুলের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে পাঁচ শ ছোঁয়ার লক্ষ্যেই রয়েছে স্বাগতিকরা।

মধ্যাহৃ বিরতি পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৪৬৭ রান। ৪৯ রানে অপরাজিত মাহমুদউল্লাহ। অন্যপ্রান্তে ২৩ রান নিয়ে আশা দেখাচ্ছেন সানজামুল ইসলাম। দ্বিতীয় দিন থেকেই স্পিনবান্ধব হয়ে ওঠা উইকেটে দারুণ লড়াই চালিয়ে যাচ্ছেন দুই সতীর্থ। তার আগে অবশ্য ৪৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে পথভ্রষ্ঠ হওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ।

৯৩তম ওভারে হেরাথের বলে শর্ট লেগে ক্যাচ দেন মুমিনুল। ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৭৬ রানের ইনিংসটি সাজান তিনি। মুমিনুলের পর মোসাদ্দেক হোসেন নেমেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯৭তম ওভারে সেই হেরাথের বলেই মিডঅনে ক্যাচ দেন মোসাদ্দেক (৮)। মেহেদী হাসান মিরাজ (২০) ব্যাকওয়ার্ড পয়েন্টে বল পাঠিয়ে ৩ রান নিতে গিয়ে রানআউট হন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: