facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

পচা মাংস রাখার দায়ে স্বপ্নকে লাখ টাকা জরিমানা


০৬ মার্চ ২০১৭ সোমবার, ০৭:০৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


পচা মাংস রাখার দায়ে স্বপ্নকে লাখ টাকা জরিমানা

পচা মাংস বিক্রি করার জন্য রাখার দায়ে বিপণি-বিতান ‘স্বপ্ন’কে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপকে জরিমানা করে টাকা আদায় করা হয় বলে জানান অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল।

তিনি বলেন, অভিযানকালে গ্রিন রোডের স্বপ্ন সুপার শপে ১৫ কেজি খাসির পচা মাংস পাওয়া যায়।

এ ব্যাপারে দায়িত্বরত বিক্রয়কর্মী জানান, এ মাংস বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে বিক্রি করবে। বিক্রয়ের উদ্দেশ্যে পচা মাংস রাখা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এ অভিযোগে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

পচা মাংস রাখার বিষয়টি স্বীকার করে স্বপ্নের দায়িত্বরত কর্মকর্তা সাকী মাহমুদ বলেন, পচা মাংস সাধারণ ক্রেতাদের কাছে তারা বিক্রি করে না। বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করা হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: