facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

নড়াইলের যুবকের পেটে সোনা


২১ জানুয়ারি ২০১৭ শনিবার, ০৬:৩৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


নড়াইলের যুবকের পেটে সোনা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার জোবায়ের আক্তার নামের এক যাত্রীর কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সোনার ওজন দেড় কেজি।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের প্রধান ও সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী জোবায়েরকে গ্রিন চ্যানেল এলাকায় আটকে চ্যালেঞ্জ করা হয়। তখন তিনি সঙ্গে সোনা রাখার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তী সময়ে এক্স-রে করালে তাঁর পেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

আহসানুল কবিরের ভাষ্য, প্রথমে জোবায়েরকে বুঝিয়ে-সুজিয়ে পেটে লুকানো সোনার বারগুলো স্বেচ্ছায় বের করে দিতে বলা হয়। ওই যাত্রী তখন দাবি করেন, ওনার পেটে বিমানে খেয়ে আসা নাশতা ছাড়া কিছু নেই। এক্স-রে দেখালে জোবায়ের বলেন, ঘুমের ঘোরে মালয়েশিয়ান বন্ধুরা তাঁকে কি খাইয়েছেন, তা তিনি জানেন না বলে দাবি করতে থাকেন। এভাবে দুই ঘণ্টা যাওয়ার পর তাঁকে প্রচুর পরিমাণে পানি পান করানো হয়। এরপর তাঁর পেট থেকে বের হয় ১৫টি সোনার বার। দেড় কেজি ওজনের এসব সোনার দাম প্রায় ৭৫ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, জোবায়েরের বাড়ি নড়াইলে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: