facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

নুরানী ডায়িং ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত


১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার, ১০:০৮  পিএম

নিজস্ব প্রতিবেদক


নুরানী ডায়িং ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

বস্ত্র খাতের কোম্পানি নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠেছে।

ফলে রোববার থেকে ৩০ কর্মদিবস পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার কেনার জন্য কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালের ৩০ জুনে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে নুরানী ডায়িং ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।
রোববার থেকে “এ” ক্যাটাগরির অধীনে কোম্পানিটির শেয়ারের লেনদেন চলবে।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বিধি অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে উক্ত সিকিউরিটি কেনার জন্য প্রথম ৩০ দিন মার্জিন দেওয়া যাবে না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: