facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

নুরানী ডাইয়িংয়ের আইপিও জমা ২ এপ্রিল শুরু


০২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার, ০৬:৫১  পিএম

শেয়ার বিজনেস24.কম


নুরানী ডাইয়িংয়ের আইপিও জমা ২ এপ্রিল শুরু

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বস্ত্র খাতের নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার কোম্পানি লিমিটেডের আবেদন জমা নেওয়া শুরু হবে ২ এপ্রিল। যা চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য কনসেন্ট লেটার বা অনুমোদনপত্র পেয়েছে কোম্পানিটি। অনুমোদনপত্র পাওয়ার পর আইপিও সাবস্ক্রিপনের এ তারিখ প্রস্তাব করেছে তারা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকা ইবিএল ইনভেস্টমেন্টস, ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিএসইসির ৫৯৭তম সভায় কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন করা হয়।



আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও ঋণ পরিশোধ করবে।

গত ৫ হিসাববছরে কোম্পানিটির গড়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৯ পয়সা। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৪ টাকা ৩৭ পয়সা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: