facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

নীলার মুখে নূর হোসেনের নির্যাতনের বর্ণনা


১৭ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৭:১২  পিএম

শেয়ার বিজনেস24.কম


নীলার মুখে নূর হোসেনের নির্যাতনের বর্ণনা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায়ে ১৬ ডিসেম্বর সোমবার ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এতে আলোচিত আসামী নূর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। নূর হোসেনের কথিত বান্ধবী জান্নাতুল ফেরদৌস নীলা বলেছেন, নূর হোসেন আমার অনেক ক্ষতি করেছেন। অনেক সময় সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। আমিও তাকে ছাড়িনি। বাধ্য হয়েই আমি তাকে অনেক অপমান করেছি।

নীলা বলেন, সেভেন মার্ডারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের সবারই যেন সর্বোচ্চ সাজা হয় তা কামনা করেছি। কারণ সেভেন মার্ডারে শুধু ৭টি জীবনই নষ্ট হয়নি, নষ্ট হয়েছে ৭টি পরিবার।

প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের সঙ্গে নিজের পরিচয় থাকার কথা উল্লেখ করে তিনি জানান, ২০১৫ সালের ২৮ এপ্রিল তাকে অপহরণ করতে চেয়েছিল কিছু দুর্বৃত্ত। তাদের প্রশাসনের লোক বলেই চিনতে পেরেছেন। রাজনৈতিক নেতাদের বিষয়টি অবহিত করেছিলেন নীলা।

নীলার অভিযোগ, গেল বছরের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নূর হোসেন তাকে অংশগ্রহণ করতে দেয়নি। এ নিয়ে অনেক পত্রিকা অনেক ‘কল্প-কাহিনী’ লিখেছে বলেও অভিযোগ তার।

নীলা জানান, পৈতৃকসূত্রে ৪০ কোটি টাকা মূল্যের একটি জমি রয়েছে তাদের। ওই জমি নিয়ে এক ব্যক্তি সমস্যা করছে। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা ওই ব্যক্তিকে অর্থের বিনিময়ে সহযোগিতা করছে। জমিটা বিক্রি করতে পারলে বিদেশে পাড়ি জমানোর চিন্তা ভাবনা করছেন তিনি।

নীলা নূর হোসেনের সহযোগিতায় ২০১১ সালের ৩০ অক্টোবর নাসিকের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকেই ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আলোচনায় আসেন তিনি।

সাত খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২০১৪ সালের ১৮ মে নীলাকে আটক করে পুলিশ। তবে পরদিনই তাকে ছেড়ে দেয়। ২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে জুয়েল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এক আসামি ১৬৪ ধারায় আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার সঙ্গে নীলার জড়িত থাকার কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২৬ মে পুলিশের হাতে গ্রেফতার হন নীলা। প্রায় আড়াই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: