facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

নিট বিদেশি বিনিয়োগ দ্বিগুণ বেড়েছে


০৮ জুন ২০১৭ বৃহস্পতিবার, ০৩:৩৭  এএম

শেয়ার বিজনেস24.কম


নিট বিদেশি বিনিয়োগ দ্বিগুণ বেড়েছে

টানা নবম মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা যত টাকার শেয়ার বিক্রি করেছেন, কিনেছেন তার তুলনায় বেশি। নিজেদের পোর্টফোলিও থেকে গত মে মাসে ৩৭১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছেন। বিপরীতে কিনেছেন ৫২৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। অর্থাৎ গত মাসে নিট বিনিয়োগ ছিল ১৫৩ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের মাসের চেয়ে দ্বিগুণের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত এপ্রিলে বিদেশিদের নিট পোর্টফোলিও বিনিয়োগ ছিল ৭০ কোটি টাকা। ওই মাসে ৪৬৮ কোটি ৮১ লাখ টাকার ক্রয়ের বিপরীতে ৩৯৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার বিক্রি করেন।

গত বছরের আগস্ট থেকে গত মাস পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা প্রতি মাসে বিক্রির তুলনায় শেয়ার কিনেছেন বেশি। এ সময়ে ৪ হাজার ৭৫৮ কোটি টাকার শেয়ার ক্রয় করেন। বিক্রি করেন ২ হাজার ৮৮৫ কোটি টাকার শেয়ার।

শুধু বিনিয়োগ নয়, এপ্রিলের তুলনায় মে মাসে বিদেশিদের শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। এপ্রিলজুড়ে ডিএসইর মাধ্যমে তারা ৮৬৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা করেন। মে মাসে তা ২৯ কোটি ৩৬ লাখ টাকা বেড়ে ৮৯৬ কোটি ৯৫ লাখ টাকা হয়েছে। লেনদেন বেড়েছে ৩ দশমিক ৩৮ শতাংশ।

যদিও এপ্রিলের তুলনায় মে মাসে ডিএসইর সার্বিক লেনদেন প্রায় ২০ শতাংশ কমে যায়। এপ্রিল মাসজুড়ে দেশের প্রধান এ শেয়ারবাজারে সর্বমোট ১৫ হাজার ৩১৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। মে মাসে তা প্রায় ৩ হাজার ৬০ কোটি টাকা কমে ১২ হাজার ২৫৮ কোটি ২২ লাখ টাকায় নামে। এ লেনদেনে কেনা ও বেচা উভয় দিক বিবেচনায় নিলে বিদেশিদের অংশ ৩ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে টানা ষষ্ঠ দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে। সূচকটি ১৮ পয়েন্ট বেড়ে পুনরায় ৫৫০০ পয়েন্ট ছাড়িয়েছে। অব্যাহত দরপতনের মুখে গত ৯ মে ডিএসইএক্স ৫৫০০ পয়েন্টের নিচে নেমে যায়। গত ২৯ মে এ সময়ের সর্বনিম্ন ৫৩৪৯ পয়েন্টে নামে।

সূচক বৃদ্ধির কারণ মঙ্গলবার ডিএসইতে ১৮৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ৯৫টির দর কমেছে। অন্য শেয়ারবাজার সিএসইতে ১৩৯টির দরবৃদ্ধির বিপরীতে বেড়েছে ৬৪টি শেয়ারের দর। শুধু শেয়ারদর ও সূচকই নয়, সোমবারের তুলনায়

মঙ্গলবার দুই বাজারের লেনদেন ১১৫ কোটি টাকা বেড়ে ৭৫২ কোটি ৪৩ লাখ টাকা ছাড়িয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: