facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

নিউ লাইন ক্লোথিংসের আইপিও লটারির ফল জেনে নিন


২৪ মার্চ ২০১৯ রবিবার, ০৯:৪৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


নিউ লাইন ক্লোথিংসের আইপিও লটারির ফল জেনে নিন

নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ড্র ২৪ মার্চ রোববার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এদিন সকাল ১০ টায় এ লটারি ড্র হয়।

এর আগে ১৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া হয়।

নিউ লাইন ক্লোথিংস আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা এবং সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২০ টাকা ৫২ পয়সা।

ফল জানুন-

Stock Exchange TREC No. / M.Bank SL No.

Residents Bangladeshi

Affected small investors(ASI)

Non-Residents Bangladeshi

All Eligible Investors (Pro-rata Allotment)

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: