facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

‘নারীদের ইমামতি করার বিধান শরিয়তে নেই’


০৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৫:৫৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


‘নারীদের ইমামতি করার বিধান শরিয়তে নেই’
ডেনমার্কের মারিয়াম মসজিদের নারী ইমাম শিরিন খানকান

ডেনমার্কে মারিয়াম মসজিদের নামাজিরা যেমন সবাই নারী, তেমনি সেই মসজিদের ইমামতিও করেন একজন নারী।
এর আগে আমেরিকা, কানাডা এবং দক্ষিণ আফ্রিকায় এরকম নারী ইমামতিতে নামাজের ব্যবস্থা চালু হয়েছে।
কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে, নারীদের ইমামতি করার কোন উদাহরণ কি আছে?

বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজল এ প্রসঙ্গে বলেছেন "কোরান-হাদিসের বিধানমতে এবং চৌদ্দশো বছরের ইসলামিক বিধিবিধান অনুসারে যেভাবে পৃথিবীতে এবাদত বন্দেগী চলছে তাতে নারী সম্প্রদায়ের ইমামতি করার কোনও বিধান নেই।"

কিন্তু যারা নারী ইমামতিতে নামাজের ব্যবস্থা চালু করেছেন তারা বলছেন নবীর মুহাম্মদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সময় আরবের মসজিদে আয়েশা রা: নারীদের নামাজে ইমামতি করতেন, যেটি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেও অনুমোদন করেছিলেন।

এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলছেন "এটা সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্তিমূলক কথা। এরকম কিছু মিথ্যা হাদিসের বরাত দিয়ে কেউ কিছু বলে থাকেন,তবে এ বিষয়ে কিছু আমার জানাতে নাই। সাত-আট বছর আগে আমেরিকাতে এক ভদ্রমহিলা এই কাজ করতে চাচ্ছিলেন, বিশ্ববাসী মেনে নেয় নাই"। বাংলাদেশের কিছু মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা আছে, কিন্তু বিশ্বের সুন্নী বা শিয়া কোনও সম্প্রদায়েই নারীদের ইমামতির সুযোগ শরিয়তের বিধানে নাই বলে উল্লেখ করছেন শামীম মো. আফজল।

আফজল বলেন "নারীদের জন্য পর্দার আড়াল থেকে একজন পুরুষ ইমামতি করেন। বিশ্বের কোনও মুসলিম দেশে এমন কিছু নাই। নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনদশা যে বিধান রেখে গেছেন এটা পরিপূর্ণ, তার সাথে যোগ করা বা বিয়োগ করার কোন এখতিয়ার নেই"।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজল বলছেন, যেসব মসজিদে নারীরা ইমামতি করছেন সেগুলো শরিয়াহসম্মত বা ইসলামসম্মত নয় বলে মনে করেন তিনি।

"আমার জানামতে মুসলমানদের কোনও মসজিদ, যারা নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মত তাদের মসজিদে এমনটা করছেন না। এটা আন্তর্জাতিক কোনও ফেতনা সৃষ্টির ষড়যন্ত্র বলেই আমি মনে করি"-বলেছেন শামীম মো. আফজল।

সূত্র : বিবিসি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: