facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

নানা অভিযোগে মডার্ন স্টিলের আইপিও আবেদন বাতিল


১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার, ০৬:৩৬  পিএম

নিজস্ব প্রতিবেদক


নানা অভিযোগে মডার্ন স্টিলের আইপিও আবেদন বাতিল

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মডার্ন স্টিল মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সর্বশেষ কমিশন সভায় কোম্পানিটির আইপিও আবেদন বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএসইসি প্রণীত করপোরেট গভর্ন্যান্স কোড (সিজিসি) লঙ্ঘনের দায়ে মডার্ন স্টিলের আইপিও বাতিল হয়েছে। সিজিসি অনুসারে, একই ব্যক্তি একাধিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে থাকতে পারবে না। কিন্তু মডার্ন স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান একাধিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও কোম্পানিটির আইপিওর বিষয়ে বিএসইসির কাছে পাঠানো পর্যবেক্ষণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বেশ কিছু নেতিবাচক দিক তুলে ধরেছে বলে জানা গেছে। আইপিও বাতিলে এসব বিষয়ও ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

আইপিও বাতিলের চিঠি ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ইস্যুয়ার প্রতিষ্ঠান এবং ইস্যু-ম্যানেজারকে দেওয়া হয়েছে।

কোম্পানিটির আইপিও নিয়ে ডিএসইসি অনেকগুলো নেতিবাচঁক অবজাভেশন দিয়েছে। যে অবজারভেশনগুলো বিএসইসির নজরেও পড়েছে। সব মিলিয়ে কোম্পানিটির আইপিও বাতিল করেছে বিএসইসি।

বুকবিল্ডিং পদ্ধতির আইপিওতে পুঁজিবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছিল মডার্ন স্টিল মিলস। পুঁজিবাজার থেকে ২শ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে গত বছরের ২ এপ্রিল কোম্পানিটি রোড শো করে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: