facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

দ্বিতীয় দফায় মেয়াদ বাড়লো বিএসইসির চেয়ারম্যানের


২৫ এপ্রিল ২০১৮ বুধবার, ০১:২৮  পিএম

নিজস্ব প্রতিবেদক


দ্বিতীয় দফায় মেয়াদ বাড়লো বিএসইসির চেয়ারম্যানের

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসাবে ড. এম খায়রুল হোসেনের মেয়াদ দ্বিতীয় দফা বাড়িয়েছে সরকার। তাকে আরও দুই বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার মেয়াদ বাড়ানোর বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

২০১০ সালে পুঁজিবাজার ধসের পর পুর্নর্গঠিত বিএসইসির চেয়ারম্যান হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক খায়রুল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০১১ সালে তিন বছরের জন্য চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান তিনি। ২০১৪ সালে মেয়াদ শেষ হওয়ার পর প্রথম দফায় তার মেয়াদ আরও চার বছরের জন্য বাড়ানো হয়। আগামী ১৪ মে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর ওপরই আস্থা রেখে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ালো সরকার।

এদিকে মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান পদে আসীন সরকারের সিনিয়র সচিব পদ মর্যাদায় চুক্তি ভিত্তিক নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের চুক্তির মেয়াদ আগের ধারাবাহিকতায় ১৪ মে ২০১৮ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছর বৃদ্ধি করা হলো।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: