facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

`দেশের ক্ষতি আমাদের দ্বারা হবে না`


০৫ এপ্রিল ২০১৭ বুধবার, ০৫:৫৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


`দেশের ক্ষতি আমাদের দ্বারা হবে না`

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে অনেক কথা বলবে, নিজের বিবেক যদি ঠিক থাকে, দেশপ্রেম থাকে, আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না।

আলোচিত ভারত সফরের তিন দিন আগে বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।  

শেখ হাসিনা বলেন, দেশ বেচে দেবে…কী চুক্তি করবে…এই চুক্তি হলে মানব… ওই চুক্তি হলে মানব না…কে তারা? কী মানলো না মানলো, কার কী আসে যায়?

ইন্দিরা-মুজিব চুক্তি নিয়ে তিনি বলেন, এক সময় বিএনপি নেতারা এটাকে গোলামীর চুক্তি বলত। তারপর দেখা গেল, সেই চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশ লাভবান। গোলামী না, বরং অনেক জমি অনেক কিছু বাঙালিরা পেয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে এ চুক্তির কথা একবারের জন্য ভারতের কাছে তুলে ধরেছে কি? সাহসই পায়নি। এরপর জেনারেল এরশাদ ক্ষমতায়, সেও কোনো দিন তোলেনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ