facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

দুর্বল শেয়ার কিনতে সুবিধা দেওয়ায় ব্যবস্থা নিলো বিএসইসি


১৮ জুলাই ২০১৮ বুধবার, ১২:২৮  এএম

নিজস্ব প্রতিবেদক


দুর্বল শেয়ার কিনতে সুবিধা দেওয়ায় ব্যবস্থা নিলো বিএসইসি

‘জেড’ ক্যাটাগরির শেয়ার কিনতে মার্জিন ঋণ সুবিধা দেওয়ার কারণে সাদ সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

১৭ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির ৬৫১তম সভায় এই জরিমানা করা হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাদ সিকিউরিটিজ গ্রাহককে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার কিনতে নগদ ঋন সুবিধা দিয়েছে। এতে মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল৩ এর সাব রুল ১ এ ২ লংঘন হয়েছে।

এই আইন ভঙ্গের কারণে সাদ সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এদিকে সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে সালতা ক্যাপিটালকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সালতা ক্যাপিটাল গ্রাহকদের ‘জেড’ ক্যাটাগরির শেয়ার কিনতে অ্যাডজাস্টমেন্ট সুবিধা দিয়েছে। এতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: