facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

দুই কোম্পানির শেয়ার কিনতে মরিয়া বিনিয়োগকারীরা, বিক্রেতা উধাও


২২ নভেম্বর ২০১৭ বুধবার, ০২:৩১  পিএম

শেয়ার বিজনেস24.কম


দুই কোম্পানির শেয়ার কিনতে মরিয়া বিনিয়োগকারীরা, বিক্রেতা উধাও

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি গুলো হলো- ইস্টার্ন ক্যাবলস এবং পেনিনসুলা চিটাগং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূ্ত্র মতে, দুপুর ১২টার দিকে কোম্পানিরগুলোর শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার কোন দেখা মিলেনি। আলোচিত সময়ে পেনিনসুলার ক্রেতার ঘরে ৩ লাখ ১২ হাজার ৩৯৯টি শেয়ার ২৪.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। এ সময়ে কোম্পানিটির ১২ লাখ ৫২ হাজার ৩৮০টি শেয়ার ৭০৬ বার হাত বদল হয়। বাজার মুল্য ২ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ২৪.৩০ টাকা।

অন্যদিকে, ইস্টার্ন ক্যাবলস ক্রেতার ঘরে ২৩ হাজার ৪৮২টি শেয়ার ২৩৮.০০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। আলোচিত সময়ে কোম্পানিটির ১ লাখ ১৯ হাজার ১৫৪টি শেয়ার ৪৬৯ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ২২৫.০০ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: