facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

দশ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ


২৬ এপ্রিল ২০১৭ বুধবার, ০৯:১৪  এএম

শেয়ার বিজনেস24.কম


দশ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৬-মার্চ’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি।

সংশ্লিষ্ট্র সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিবি: জুলাই’১৬ থেকে মার্চ’১৭ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এককভাবে হয়েছে ৪.৩৩ টাকা এবং সমন্বিত ৫.৬৭ টাকা। এর আগের বছর একই সময়ে এককভাবে ইপিএস ছিল ১.০৩ টাকা এবং সমন্বিত ইপিএস ১.৬০ টাকা। দেখা যাচ্ছে আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস এককভাবে ৩২০ শতাংশ এবং সমন্বিত ২৫৪ শতাংশ বেড়েছে।

সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির ইপিএস এককভাবে হয়েছে ২.৩১ টাকা এবং সমন্বিত ৩.৩৮ টাকা। গত বছর একই সময়ে এককভাবে শেয়ার প্রতি ০.১১ টাকা লোকসান এবং সমন্বিত ইপিএস ছিল ০.০৮ টাকা। অর্থাৎ আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত ইপিএস ৪১২৫ শতাংশ বেড়েছে।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে এককভাবে ৭১.০৮ টাকা এবং সমন্বিত ৮২.০৭ টাকা। যা ৩০ জুন, ২০১৬ শেষে ছিল এককভাবে ৪৬.৫৫ টাকা এবং সমন্বিত ৫৪.৭৪ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে এককভাবে ৩৬.৪০ টাকা এবং সমন্বিত ৩৬.২২ টাকা।

ইভেন্স টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৬৯ টাকা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.১৪ টাকা এবং ৩০ জুন ২০১৬ পর্যন্ত এনএভি হয়েছিলো ১৪.২৮ টাকা (নেগেটিভ)।

এদিকে গত তিন মাসে (জানুয়ারী-মার্চ’১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৩৬ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.২৯ টাকা।

মিরাকল ইন্ডাস্ট্রিজ: জুলাই’১৬ থেকে মার্চ’১৭ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৭১ টাকা। আলোচিত সময়ে ইপিএস ২৫.৩২ শতাংশ বেড়েছে।

সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির ইপিএস হয়েছে ০.৩৬ টাকা। গত বছর একই সময়ে যা ছিল ০.৩৫ টাকা।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৩.২০ টাকা। যা ৩০ জুন, ২০১৬ শেষে ছিল ৪২.৩১ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০১ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.২৪ টাকা।

কাশেম ড্রাইসেল: জুলাই’১৬ থেকে মার্চ’১৭ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৭৯ টাকা।

সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির ইপিএস হয়েছে ৩৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ৩৩ পয়সা।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৪.৫৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৪৮.০৪ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.২৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩.৫৬ টাকা।

আরগণ ডেনিমস: জুলাই’১৬ থেকে মার্চ’১৭ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৯৪ টাকা।

সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির ইপিএস হয়েছে ০.৯৭ টাকা। গত বছর একই সময়ে যা ছিল ০.৬২।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫.৩৯ টাকা। যা ৩০ জুন, ২০১৬ শেষে ছিল ২৭.১০ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৯২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৬৭ টাকা।

শ্যামপুর সুগার মিলস: জুলাই’১৬ থেকে মার্চ’১৭ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩.৬২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৫১.৭২ টাকা।

সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির লোকসান হয়েছে ৮.৬৩ টাকা। গত বছর একই সময়ে যা ছিল ১২.৫০।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি দায় (এনএভি) হয়েছে ৬৩১.২৪ টাকা। যা ৩০ জুন, ২০১৬ শেষে ছিল ৫৮৭.৬২ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪২.৫৭ টাকা (মাইনাস)। যা এর আগের বছর একই সময়ে ছিল ৫০.৬৬ টাকা (মাইনাস)।

ঝিলবাংলা সুগার মিলস:  জুলাই’১৬ থেকে মার্চ’১৭ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬.৯৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৪০.২৭ টাকা।

সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির লোকসান হয়েছে ২.৯৬ টাকা। গত বছর একই সময়ে যা ছিল ১১.২১।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি দায় (এনএভি) হয়েছে ৩৯৭.৭১ টাকা।

আনোয়ার গ্যালভানাইজিং: জুলাই’১৬ থেকে মার্চ’১৭ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৭১ টাকা। দেখা যাচ্ছে আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস ২৪ শতাংশ বেড়েছে।

সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির ইপিএস হয়েছে ০.৪২ টাকা। গত বছর একই সময়ে যা ছিল ০.৩৪ টাকা। অর্থাৎ আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস ২৪ শতাংশ বেড়েছে।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮.৬৫ টাকা। যা ৩০ জুন, ২০১৬ শেষে ছিল ৮.৪২ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৮০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৪১ টাকা।

ন্যাশনাল পলিমার: জুলাই’১৬ থেকে মার্চ’১৭ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৮৯ টাকা। দেখা যাচ্ছে আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস ৮ শতাংশ বেড়েছে।

সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির ইপিএস হয়েছে ০.৫৩ টাকা। গত বছর একই সময়ে যা ছিল ০.৭৪ টাকা। অর্থাৎ আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস ২৮.৩৭ শতাংশ কমেছে।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫০.২৬ টাকা। যা ৩০ জুন, ২০১৬ শেষে ছিল ৪৮.২২ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৪৯ টাকা।

রেনউইক যজ্ঞেশ্বর: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা, শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১১.৮৫ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩.৩৮ টাকা  (নেগেটিভ)। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২.২১ টাকা, এনওসিএফপিএস হয়েছে ০.৮৮ টাকা (নেগেটিভ) এবং ৩০ জুন ২০১৬ পর্যন্ত এনএভি হয়েছিলো ৩৫.৬৮ টাকা (নেগেটিভ)।

এদিকে গত তিন মাসে (জানুয়ারী-মার্চ’১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৮৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৭৬ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: