facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

দর কমলেও শেয়ার লেনদেন চাঙা


২৩ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৩:৪৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


দর কমলেও শেয়ার লেনদেন চাঙা

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। তবে দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৩৩৩ কোটি  ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায়  ২৩ কোটি ৯৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে এক হাজার ৩০৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে ৫ হাজার  ৬২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৬ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ৮৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: