facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

তিন শেয়ার কিনতে চেয়েও পারেননি বিনিয়োগকারীরা


১৯ জুন ২০১৮ মঙ্গলবার, ১১:৫০  এএম

নিজস্ব প্রতিবেদক


তিন শেয়ার কিনতে চেয়েও পারেননি বিনিয়োগকারীরা

তিন কোম্পানির শেয়ার সোমবার সর্বোচ্চ দরে লেনদেন (হল্টেড) হয়েছে। কোম্পানিগুলো হলো- লিবরা ইনফিউশন, মুন্নু সিরামিকস এবং মুন্নু জুট স্ট্যাফলার্স। এ সময় কোম্পানিগুলোর শেয়ার কিনতে চেয়েও পারেননি বিনিয়োগকারীরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লিবরা ইনফিউশনের শেয়ার দর ৭.৫০ শতাংশ বা ৬১.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৮৮০ টাকায় লেনদেন হয়। সর্বশেষ খবর পর্যন্ত কোম্পানিটির ২৭ হাজার ৬১৮টি শেয়ার ৬১১ বার হাতবদল হয়ে লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন মাত্র ১ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। এর মোট শেয়ার সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ৬০০টি শেয়ার।

মুন্নু সিরামিকসের শেয়ার দর ৯.৯৮ শতাংশ বা ১৯.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২১৪.৮০ টাকায় লেনদেন হয়। সর্বশেষ খবর পর্যন্ত কোম্পানিটির ৪ লাখ ১৩ হাজার ২২৭টি শেয়ার ১৩২৪ বার হাতবদল হয়ে লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৮ কোটি ৬০ লাখ ৫১ হাজার টাকা।

মুন্নু জুট স্ট্যাফলার্সের শেয়ার দর ৫ শতাংশ বা ১৪২.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৯৮৪.৭০ টাকায় লেনদেন হয়। সর্বশেষ খবর পর্যন্ত কোম্পানিটির ১ হাজার ২৪৯টি শেয়ার ৯১ বার হাতবদল হয়ে লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৩৭ লাখ ২৬ হাজার টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন মাত্র ৪৬ লাখ টাকা। এর মোট শেয়ার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: