facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

তিন কোম্পানির লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা


১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ০৬:৩৯  পিএম

নিজস্ব প্রতিবেদক


তিন কোম্পানির লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এপেক্স ফুটওয়ার লিমিটেড (এপেক্সফুট) সর্বশেষ হিসাববছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। বুধবার বিনিয়োগকারীদের হিসাবে (ফোলিও এবং অন্যান্য শেয়ারহোল্ডার, যাদেরকে বিইএফটিএন দ্বারা লভ্যাংশ পাঠানো সম্ভব নয় তারা ব্যতীত) ওই লভ্যাংশ পাঠানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফোলি এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ তাদের দেয়া ঠিকানায় কুরিয়ার এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর কোম্পানিটি ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, যার পুরোটাই নগদ লভ্যাংশ। বুধবার সেই
লভ্যাংশ ব্যাংক একাউন্টে পাঠানো হয়।

ইস্টার্ন হাউজিং

ইস্টার্ন হাউজিং লিমিটেড (ইএইচএল) সর্বশেষ হিসাববছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আজ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের হিসাবে ওই লভ্যাংশ পাঠানো হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর কোম্পানিটি ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, যার পুরোটাই নগদ লভ্যাংশ। বৃহস্পতিবার সেই লভ্যাংশ ব্যাংক একাউন্টে পাঠানো হয়।

ড্রাগন সুয়েটার

ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং লিমিটেড (ডিএসএসএল) সর্বশেষ হিসাববছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আজ বুধবার বিনিয়োগকারীদের হিসাবে ওই লভ্যাংশ পাঠানো হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৮ আগস্ট কোম্পানিটি ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, যার ৫ শতাংশ নগদ লভ্যাংশ। বুধবার সেই লভ্যাংশ ব্যাংক একাউন্টে পাঠানো হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: