facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, দেয়নি একটি


২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার, ১০:৫০  এএম

নিজস্ব প্রতিবেদক


তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, দেয়নি একটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তা পুরোটাই নগদ।


সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১১ টাকা ৫৪ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৪৪ টাকা ৪২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

আরগন ডেনিম:

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরগন ডেনিমস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তা পুরোটাই নগদ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৮ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৬ টাকা ৫৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ডরিন পাওয়ার:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৮৫ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৪০ টাকা ৩৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর বেলা ১১ টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ইভেন্স টেক্সটাইল:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইভেন্স টেক্সটাইল লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড ‘ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ‘নো ডিভিডেন্ড ‘ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৪ টাকা ৪৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: