facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

তিন কোম্পানির চমক


১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার, ০৮:৪৯  পিএম

নিজস্ব প্রতিবেদক


তিন কোম্পানির চমক

পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শেষের দিকে দুই মিউচ্যুয়াল ফান্ড ও এক কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। বিক্রেতার চেয়ে ক্রেতার চাহিদা বেশি থাকায় এসব প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। বীমা খাতের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর আজ ৯.৯১ শতাংশ বা ২.৩০ টাকা বেড়ে হল্টেড হয়েছে। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর দাঁড়িয়েছে ২৫.৫০ টাকা। সারাদিনে কোম্পানিটির ২৯ হাজার ৫৪০টি শেয়ার ২২ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৭ লাখ ৫২ হাজার টাকা।

মিউচ্যুয়াল ফান্ড খাতের দুই ফান্ডের ইউনিট বিক্রির জন্য শেষ পর্যন্ত কোনো বিক্রেতা ছিলো না। ফান্ডগুলো হলো: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আজ ৯.৩৮ শতাংশ বা ১.২০ টাকা বেড়ে হল্টেড হয়েছে। ফান্ডটির সর্বশেষ ইউনিট দর দাঁড়িয়েছে ১৪ টাকা। সারাদিনে ফান্ডটির ১৫ লাখ ৭১ হাজার ৭৯৮টি ইউনিট ৬৪৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ২ কোটি ১৩ লাখ ৬৩ হাজার টাকা।

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আজ ৯.১৮ শতাংশ বা ০.৯০ টাকা বেড়ে হল্টেড হয়েছে। ফান্ডটির সর্বশেষ ইউনিট দর দাঁড়িয়েছে ১০.৭০ টাকা। সারাদিনে ফান্ডটির ১৪ লাখ ৭০ হাজার ২৮৬টি ইউনিট ৪০১ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: