facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

ঢাকা-চিটাগাং-রাজশাহী-খুলনা বিপিএলের শেষ চারে


০৪ ডিসেম্বর ২০১৬ রবিবার, ১১:১৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


ঢাকা-চিটাগাং-রাজশাহী-খুলনা বিপিএলের শেষ চারে

সাত ম্যাচ জিতে আগেই প্লে অফ নিশ্চিত করে রাখে ঢাকা ডায়নামাইটস। শনিবার রাজশাহীর কাছে হেরেও শেষ চারে উঠে যায় চিটাগাং ভাইকিংস। রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে রংপুর রাইডার্সের ৮ রানের হারে সেরা চারে পা রাখে রাজশাহী কিংস।

পয়েন্ট সমান হওয়ায় অপেক্ষা ছিল খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। তবে ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়ে শেষ চার নিশ্চিত করল খুলনা টাইটান্স। রিয়াদদের জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রংপুর রাইডার্স।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে সাকিব আল হাসানের ঢাকা। শীর্ষ পাঁচে থাকা বাকি সব দলগুলোর পয়েন্ট ছিল ১২ করে। রান রেটে এগিয়ে থাকায় সুপার ফোর নিশ্চিত করেছে চিটাগাং ও রাজশাহী। ঢাকাকে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর জায়গাটা দখল করল খুলনা।

যার অর্থ দাঁড়াচ্ছে, রাজশাহী ও চিটাগাং ভাইকিংসের মধ্যে হচ্ছে এলিমিনেটর রাউন্ড। সেই ম্যাচের জয়ী দল খেলবে ঢাকা-খুলনার মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের বিজয়ীর সাথে।

এবারের আসরে যেভাবে শুরু করেছিল রংপুর রাইডার্স তাতে অনেকেই ভাবেনি যে, শেষ চারে যেতে দলটিকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। প্রথম ছয় ম্যাচের চারটিতেই চিটাগাং, খুলনা,বরিশাল আর কুমিল্লাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল আফ্রিদিরা।

তবে চিটাগাং-পর্বে এসে খেই হারিয়ে ফেলে উত্তরাঞ্চলের দলটি। টানা চার ম্যাচ হেরে হিসাব থেকে ছিটকে পড়ে নাঈম ইসলামের দল। শনিবার বরিশালকে হারিয়ে সম্ভাবনা জাগিয়ে তুললেও শেষ ম্যাচে কুমিল্লার কাছে ৮ রানে হেরে যায় সৌম্য-নাঈমরা।

অপরদিকে যোগ্য দল হিসেবেই শেষ চারে জায়গা করে নিল খুলনা। চার ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ হেরে যাওয়াতে বিদায়ের একটা সম্ভাবনা জাগলেও রিয়াদের দারুণ ব্যাটিং আর কৌশলী অধিনায়কত্বে শেষ পর্যন্ত সুপার ফোর নিশ্চিত করল খুলনা। আজও দলের প্রয়োজনে ২৮ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে নিয়ে গেলেন বিপিএলের পরের অংকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: