facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

ডেল্টা স্পিনিংয়ের উন্নতি


১৭ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ১১:৪৬  এএম

শেয়ার বিজনেস24.কম


ডেল্টা স্পিনিংয়ের উন্নতি

‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

সূত্রমতে, ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর ফলে কোম্পানিটি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আর ‘এ’ ক্যাটাগরির অধীনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শেয়ার লেনদেন।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা ডাইরেক্টিভ নং এসইসি/ সিএমআরআরসিডি/ ২০০৯-১৯৩/১৭৭ এবং বিএসইসির আদেশ নং এসইসি/ সিএমআরআরসিডি/ ২০০৯-১৯৩/ ১৭৮, তারিখ ২৭-১০-২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে ওই সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা জানিয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই ঋণ দেওয়া যাবে না। অর্থাৎ আগামী রোববার থেকে পরবর্তী ৩০ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

উল্লেখ্য, প্রকৌশল খাতের তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল চার কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকা।

২০১৫ সালে কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছরের চেয়ে পাঁচ শতাংশ কম। ২০১৫ সালে ইপিএস ছিল ৫৮ পয়সা এবং এনএভি ছিল ১৫ টাকা ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৪১ পয়সা ও ২৭ টাকা ২০ পয়সা। কর-পরবর্তী মুনাফা করেছিল সাত কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ছয় কোটি ৫০ লাখ টাকা। সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির পাঁচ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৪৮ লাখ ২২ হাজার ৫৬৭টি শেয়ার মোট এক হাজার ৫১০ বার হাতবদল হয়। শেয়ারদর আগের কার্যদিবসের চেয়ে চার দশমিক ৪২ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১১ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ১১ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ১১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: