facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

ডিএসইএক্স সূচকে নতুন ৩১ কোম্পানি


১৬ জানুয়ারি ২০১৭ সোমবার, ১০:১৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


ডিএসইএক্স সূচকে নতুন ৩১ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পুনঃসমন্বয় করা হয়েছে। এর ফলে সূচকটিতে নতুন করে ৩১টি কোম্পানি সংযোজন হলো। আগামী ২২ জানুয়ারি থেকে এ পরিবর্তন কার্যকর হবে। সোমবার ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসই জানায়, প্রধান সূচক ডিএসইএক্সে ৩১টি কোম্পানি যুক্ত হওয়ার বিপরীতে সূচকটি থেকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স, পদ্মা ইসলামী লাইফ এবং রেকিট বেনকিজার এ তিনটি কোম্পানি বাদ পড়ছে। এর ফলে ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৬৩টিতে।

ডিএসই আরও জানায়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর বা এসঅ্যান্ডপির নির্ধারিত মাপকাঠি বিবেচনায় সূচকের এ পুনঃসমন্বয় করা হচ্ছে।

ডিএসই-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বছর শেষে প্রধান সূচক ডিএসইএক্স সমন্বয়ের ক্ষেত্রে এসঅ্যান্ডপি মাপকাঠি অনুযায়ী তিনটি বিষয় বিবেচনা করা হয়েছে। প্রথমটি ছিল কোম্পানির লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের বাজার মূলধন, বিগত ছয় মাসের গড় লেনদেন ও তিন মাসের লেনদেন দিবস।

এই তিনটি মাপকাঠিতে উত্তীর্ণ কোম্পানিগুলোকে সূচকে নতুন করে সংযোজন করা হচ্ছে। আর যেসব কোম্পানি মাপকাঠি পূরণে ব্যর্থ হয়েছে, সেগুলোকে বাদ দেয়া হচ্ছে।

ডিএসইএক্সে যুক্ত হওয়া নতুন ৩১ কোম্পানি :

ন্যাশনাল টি, কহিনুর কেমিক্যাল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মাইডস ফাইন্যান্স, ইস্টার্ন ক্যাবল, রিজেন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, সিমটেক্স, আইটি কনসালটেন্ট, ইয়াকিন পলিমার, রূপালী ইন্স্যুরেন্স, জেমিনি সি সুড, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুবরিকেন্ট, অগ্রণী ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, কর্ণফুলি ইন্স্যুরেন্স, স্টাইলক্রাফট, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, ফাইন ফুডস, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর এবং বিডি অটোকার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: