facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

টিএসসি চত্বরে চা বিক্রি বন্ধ


০২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার, ০৪:৩২  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


টিএসসি চত্বরে চা বিক্রি বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্তরে সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল থেকেই টিএসসি চত্বরে কোনো চায়ের দোকান খুলতে দেওয়া হয়নি।

চায়ের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রক্টোরিয়াল দলের সদস্যরা টিএসসি চত্তরে এসে চায়ের দোকান খুলতে নিষেধ করেন। মঙ্গলবার সকালেও দোকান খুলতে এলে তাদের বাধা দেওয়া হয়। বলা হয়, এখানে আর দোকান করা যাবে না।

কারণ জানতে চাইলে প্রক্টোরিয়াল দল কিছু জানায়নি বলে জানান চায়ের দোকানিরা।

এ বিষয়ে জানতে চাইলে টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান বলেন, এ ধরনের কোনো নির্দেশনার ব্যাপারে তিনি জানেন না।

প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, শুধু টিএসসির চায়ের দোকানের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা নেই। ভাসমান দোকানগুলোতে নিম্নমানের চা ও খাবার পরিবেশন করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এগুলো নিরাপত্তা ও জনস্বার্থের বিরোধী।

এর আগে গত ১৭ অক্টোবর টিএসসির পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাত আটটার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ। তীব্র সমালোচনার মুখে সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সুর নরম করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ