facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

টপটেন লুজারের শীর্ষে ইউনাইটেড ফিন্যান্স


২৫ মার্চ ২০১৮ রবিবার, ০২:১৭  এএম

স্টাফ করেসপন্ডেন্ট

শেয়ার বিজনেস24.কম


টপটেন লুজারের শীর্ষে ইউনাইটেড ফিন্যান্স

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১২ দশমিক ৭৫ শতাংশ।

জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ১৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৭৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ২৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ৬৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৭ লাখ ৩২ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফ্যাস ফিন্যান্স ১০.৫৬ শতাংশ, ব্যাংক এশিয়া ১০.৩৮ শতাংশ, মাইডাস ফিন্যান্স ১০.১৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্স ৯.৮১ শতাংশ, রতরপুর স্টিল রি-রোলিং মিলস ৯.৭৪ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৯.৪২ শতাংশ ও রিজেন্ট টেক্সটাইলের ৯.৯ শতাংশ দর কমেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: