facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

টপ গেইনারে প্রাইম ইন্স্যুরেন্স


০৪ জুন ২০১৭ রবিবার, ০৮:০৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


টপ গেইনারে প্রাইম ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর ৪০ পয়সা বা ২ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, শেয়ারটি রোববার সর্বশেষ ১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪ বারে ৮ হাজার ৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দেড় লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৭৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ১ হাজার ৭০৬ বারে কোম্পানির ৩৬ লাখ ৫৯ হাজার ৬১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৫৩ শতাংশ দর বেড়েছে।

রোববার কোম্পানিটির ৯২০ বারে ২০ লাখ ৬৯ হাজার ৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরএন স্পিনিং, সামিট পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং সিটি ব্যাংক লিমিটেড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: