facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

ঝুঁকিপূর্ণ ৪০ শেয়ার


২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার, ০৮:৪৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


ঝুঁকিপূর্ণ ৪০ শেয়ার

শেয়ারবাজারে সাম্প্রতিককালে চাঙ্গাভাব ফিরে এসেছে। এরফলে শেয়ারবাজারে বাড়ছে লেনদেন, বাড়ছে বিনিয়োগকারীদের বিচরণ, বাড়ছে শেয়ারদরও।

এমনি ইতিবাচক বাজারে সিন্ডিকেট চক্রের দৌরাত্বে স্বল্প মূলধনি, লোকসানি ও দুর্বল মৌলভিত্তির অনেক শেয়ারকে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প মূলধনি, লোকসানি ও দুর্বল মৌলভিত্তির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়াটা পুঁজিবাজারের জন্য সুখকর নয়। তবে এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে জেড গ্রুপের শেয়ারই সেরা পছন্দের। তাদের মতে, জেড গ্রুপের শেয়ারে যে পরিমাণে রিটার্ন পাওয়া যায়, অন্য গ্রুপের শেয়ারে সেটা পাওয়া যায়না্ । তাদের যুক্তি হলো, জেড গ্রুপের শেয়ার যেভাবে উঠানামা করে, অন্য গ্রুপের শেয়ার সেভাবে উঠানাম করে না। জেড গ্রুপের শেয়ার ধরে রাখলে লাভ হবেই হবে--এমনটাই তাদের দৃঢ় বিশ্বাস।

কিন্তু বাজার বিশ্লেষকরা জেড গ্রুপের শেয়ার কেনার একেবারেই বিরুদ্ধে। তাঁদের মতে, মৌলভিত্তির শেয়ার কিনে মানিসিক শান্তি পাওয়া যায়। কারণ মৌলভিত্তির শেয়ার দীর্ঘ মেয়াদে হলেও লাভ দেয়। কিন্তু জেড গ্রুপের শেয়ার কেনা মানে ঘুম হারাম করে দেয়া। তাঁদের মতে, পুঁজিবাজারে এখনো বেশিরভাগ কোম্পানি শেয়ার বিনিয়োগ উপযোগি। কারণ বাজারের সার্বিক প্রাইস আর্নিং (পিই) রেশিও বা মূল্য আয় অনুপাত এখনও অনেক কম। সুতরাং জেড গ্রুপের শেয়ার পরিহার করে মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করাই উত্তম।

ঝুঁকিপূর্ণ পিই রেশিওর কোম্পানি: বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে পিই রেশিও ৬০ এর অধিক থাকা কোম্পানির সংখ্যা ছিল ২০টি। বিদায়ী সপ্তাহে নতুন করে আরও ৮টি কোম্পানী নতুন করে ঝুঁকিপূর্ণ পিই রেশিওর তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। কোম্পানিগুলো হলো-এসিআই ফর্মুলা, এ্যাপেক্স স্পিনিং, এ্যাপেক্স ট্যানারী, বাংলাদেশ সাবমেরিন কেবলস, কেএন্ডকিউ, লিগ্যাছি ফুটওয়ার, আলহাজ্ব টেক্সটাইল ও মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। অন্যদিকে, বিদায়ী সপ্তাহে ডেসকো ঝুঁকিপূর্ণ পিই রেশিওর অপবাদ থেকে নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে। ফলে ঝুঁকিপূর্ণ পিই রেশিওর কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে বর্তমানে ২৭টিতে।

এদিকে, ঝুঁকিপূর্ণ পিই রেশিও তালিকায় শীর্ষ কোম্পানিরও পরিবর্তন হয়েছে। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে ঝুঁকিপূর্ণ পিইর তালিকায় প্রথম স্থানে ছিল মুন্নু সিরামিক। বিদায়ী সপ্তাহে মুন্নু সিরামিককে হটিয়ে ১৪৯৬.১৭ পয়েন্ট পিই নিয়ে প্রথম স্থানে উঠে এসেছে ইস্টার্ন কেবলস। দ্বিতীয় স্থানে থাকা মুন্নু স্ট্যাফলারকে হটিয়ে পিই রেশিও ৮৪৭.৫০ পয়েন্ট নিয়ে উঠে এসেছে রাষ্ট্রায়াত্ব আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস।

ঝুঁকিপূর্ণ পিইর তালিকার বাকি ২৫ কোম্পানি হলো: এসিআই ফর্মুলা ৩৭১.১৪, আলহাজ্ব টেক্সটাইল ১০৯.৮৯, অ্যাম্বি ফার্মা ১২৭.২০, আনোয়ার গ্যালভেনাইজিং ৮১.৪৪, এ্যাপেক্স ফুড ৮৩.৩৩, এ্যাপেক্স স্পিনিং ৬৯.৩২, এ্যাপেক্স ট্যানারী ৪৬১.৫৬, আজিজ পাইপ ২৭৪.৭৭, বিডি অটোকারস ১৪৯.৩৬, বিডি ল্যাম্পস ১১৯.৩৬, এমারেন্ড অয়েল ১৪৪.১৭, ফ্যামিলি টেক্স ৩৫৭.৩৫, ফাইন ফুডস ১৭৫.৬০, জেমিনি সি ফুড ৬০.৮৬, জিকিউ বলপেন ১৫০,৫০, লাফার্জ সুরমা সিমেন্ট ১১৮.৩৮, লিগ্যাছি ফুটওয়ার ১০০.৬৩, মেঘনা সিমেন্ট ১১৬.৩৬, মডার্ন ডাইং ১৯৪.৩৩, মুন্নু সিরামিক ১৩৩.৭৫, মুন্নু স্ট্যাফলার ৩৫৩.০৭, প্রিমিয়ার সিমেন্ট ৬২.০৮, রেনউইক যঞ্জেশ্বরের ১৯৮.৩৩ ও সোনালী আঁশ ১৪২.৮৮।

লোকসানি কোম্পানি: বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লোকসানি কোম্পানির সংখ্যা ছিল ৩৬টি। বিদায়ী সপ্তাহে আরও ৪টি কোম্পানি লোকসানি তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। কোম্পানিগুলো হলো-ইনটেক, লিবরা ইনফিউশন, সাভার রিফেক্টরিজ ও ইউনাইটেড এয়ারওয়েজ। নুতন কোম্পানিগুলো নিয়ে লোকসানি কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে। লোকসানি মানেই ঝুঁকিপূর্ণ। লোকসানি কোম্পানি স্থায়ীভাবে ডেঞ্জারজোনের অধিবাসী।

লোকসানি কোম্পানিগুলো হলো-অলটেক্স, অ্যারামিট সিমেন্ট, এটলাস বাংলাদেশ, বঙ্গজ, বিডি সার্ভিস, বিডি ওয়েল্ডিং, বিচ হ্যাচারী, বিআইএফসি ফাইন্যান্স, বেক্সিমকো সিনথেটিক্স, সিভিও পেট্রো, ঢাকা ডাইং, দুলামিয়া কটন, ফা্রইস্ট ফাইন্যান্স, ফাস্ট ফাইন্যান্স, গোল্ডেন সন, হাক্কানি পাল্প, আইসিবি ইসলামিক ব্যাংক, ইমাম বাটন, ইনটেক, আইএসএন, জুট স্পিনার্স, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, লিবরা ইনফিউশন, মেঘনা কন্ডেন্স মিলক, মেঘনাপেট, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং, নর্দার্ন জুট, ন্যাশনাল টিউবস, প্রাইম ফাইন্যান্স, রহিমা ফুড, সমতা লেদার, সাভার রিফেক্টরিজ, সু্রিদ ইন্ডাষ্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, শ্যামপুর সুগার, তাল্লু স্পিনিং, ইউনিয়ন কেপিট্যাল, ইউনাইটেড এয়ারওয়েজ, উসমানিয়া গ্লাস ও ঝিলবাংলা সুগার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: