facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

ঝুঁকিপূর্ণ যেসব শেয়ারে বিনিয়োগ না করার আহ্বান জানালেন রকিবুর


২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার, ০২:৫৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


ঝুঁকিপূর্ণ যেসব শেয়ারে বিনিয়োগ না করার আহ্বান জানালেন রকিবুর

একটি দেশের জন্য শক্তিশালী শেয়ারবাজার দরকার। আর শক্তিশালী শেয়ারবাজারের জন্য তালিকাভুক্তির প্রয়োজন দেশি-বিদেশি ভালো মৌলভিত্তির কোম্পানির। বংলাদেশের প্রেক্ষাপটে ৩০০ থেকে ৪০০ কোম্পানি নিয়ে একটি শক্তিশালী পুঁজিবাজার সম্ভব নয়। শক্তিশালী পুঁজিবাজারের জন্য দরকার কমপক্ষে এক হাজার কোম্পানি।

সাম্প্রতিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান এসব মন্তব্য করেন।

রকিবুর রহমান বলেন, ‘অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার স্বপ্ন ২০২০ সালের মধ্যে একটি শক্তিশালী পুঁজিবাজার। তাদের মতো আমিও স্বপ্নে দেখি একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজারের। তবে বাজারকে আরও গতিশীল করতে হলে দরকার বেশি বেশি কোম্পানির সমারোহ। আমাদের দেশের পুঁজিবাজারে সে তুলনায় সীমিত সংখ্যক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। আর সীমিত কোম্পানির কারণে সুযোগসন্ধানীরা শেয়ার নিয়ে কারসাজি করার সুযোগ পান।’

তিনি বলেন, ‘আমি মনে করি ২০২০ সালের মধ্যে সরকারি, বেসরকারি ও বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আসবে। এসব কোম্পানি তালিকাভুক্ত হলে বাজারে শেয়ারসংখ্যা বাড়বে। ফলে শেয়ার নিয়ে খেলাধুলা করার সুযোগ কমে আসবে।’

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে তিনি  বলেন, ‘পুঁজিবাজার এখন স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দর এখনও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যারা এসব শেয়ার অতিমূল্যায়িত বলছেন, তাদের সঙ্গে আমি একমত নই। বরং এসব শেয়ারের দর কমতে কমতে যে পর্যায়ে গিয়েছিল তা ছিল অস্বাভাবিক। ফলে এসব শেয়ারের দর বাড়া কোনো অস্বাভাবিক কিছু নয়।’

‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব কোম্পানির জন্য আালাদা মার্কেট হওয়া দরকার। কারণ এসব শেয়ার মূল বাজারের ভার্বমূতি নষ্ট করে দেয়। লেনদেনের সময় যখন এসব শেয়ারের নাম দেখা যায় তখন এসব শেয়ারের দরদাম দেখে বিনিয়োগকারীরা হোঁচট খান। তারা ভাবেন, বাজারের অবস্থা খারাপ দিকে যাচ্ছে। ফলে এমন ব্যবস্থা নেওয়া দরকার যাতে এসব কোম্পানি সম্পর্কে মানুষের ধারণাই পাল্টে যায়।’ বিনিয়োগকারীদের এসব কোম্পানিতে ইনভেস্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এসব কোম্পানিতে বিনিয়োগ লাভের চেয়ে লোকসানের বার্তা বেশি দেয়।’

বিনিয়োগকারীদের ব্যাংকিং খাতে ঝোঁক প্রসঙ্গে রকিবুর রহমান বলেন, ‘এ খাতটি পুঁজিবাজারের একটি শক্তিশালী খাত। তাছাড়া এ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন সেই পরিস্থিতি পাল্টে গেছে। ফলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এ খাত। ফলে বিনিয়োগকারী এসব কোম্পানিতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ