facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

জ্বালানি তেলের দাম কমেছে


১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার, ০৬:০৪  এএম

শেয়ার বিজনেস24.কম


জ্বালানি তেলের দাম কমেছে

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসোলিনের মজুদ বৃদ্ধির খবর পণ্য দুটির দর নিম্নমুখী করেছে তুলেছে। জ্বালানি তেলের দাম কমেছে লন্ডনেও।

খবর মার্কেটওয়াচ।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) গতকাল ব্যারেলে ৪৭ সেন্ট দাম কমেছে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)। জুলাইয়ে সরবরাহ চুক্তিতে মঙ্গলবারের তুলনায় ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৪৬ ডলারে।

একইভাবে দশমিক ৮ শতাংশ দাম কমেছে ডিজেলের। জুলাইয়ে সরবরাহ চুক্তিতে বুধবার নিউইয়র্কে প্রতি গ্যালন ডিজেল বিক্রি হয়েছে ১ ডলার ৪৯ সেন্টে।

একইভাবে ব্যারেলে ৪২ সেন্ট দাম কমেছে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের। লন্ডন ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ কমে
প্রতি ব্যারেল ব্রেন্ট ৪৮ ডলার ৩০ সেন্টে লেনদেন হয়েছে।

লন্ডনে দাম কমেছে গ্যাসোলিনেরও। এখানে বুধবার প্রতি টন গ্যাসোলিন বিক্রি হয়েছে ৪২৮ ডলার ৭৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কম।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ