facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

জুলাইতে খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতি কমেছে


০৪ আগস্ট ২০১৫ মঙ্গলবার, ০৪:৫২  পিএম


জুলাইতে খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতি কমেছে

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। তবে সাধারণ পণ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, খাদ্যদ্রব্য মূল্যস্ফীতি কিছুটা কমে ৬ দশমিক ০৭ শতাংশ হয়েছে। গত অর্থবছরের এই সময়ে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩২ শতাংশ। পাশাপাশি সাধারণ পণ্যের মূল্যস্ফীতি জুলাই মাসে হয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। যা গত অর্থ বছরের জুনে ছিল ৬ দশমিক ২৫ শতাংশ। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরে এনইসি দ্বিতীয় সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে মাসিক ভোক্তা মূল্যসূচক প্রকাশকালে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, জুলাই মাসে ঈদ-উল ফিতরের সময়ে ননফুড আইটেমের চাহিদা বাড়ায় মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। সমাজের সর্বস্তরের মানুষ ঈদে নতুন জামা-কাপড় ও অন্যান্য ঈদ পণ্য কেনাকাটা করেছে। এতে বাজারে প্রভাব পড়েছে। মন্ত্রী বলেন, সরকার চলতি অর্থবছরে বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করবে। ২০১৪ সালের জুলাই মাসে সাধারণ স্ফীতির হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ। আগস্টে কমে হয় ৬ দশমিক ৯১ শতাংশ। সেপ্টেম্বরে ৬ দশমিক ৮৪ শতাংশ, অক্টোবরে ৬ দশমিক ৬০ শতাংশ, নভেম্বরে ৬ দশমিক ২১ শতাংশ, ডিসেম্বরে ৬ দশমিক ১১ শতাংশ এবং গত জানুয়ারিতে হয় ৬ শতাংশ। গত ফেব্রুয়ারি সাধারণ মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১৪ শতাংশ এবং মার্চে বেড়ে হয় ৬ দশমিক ২৭ শতাংশ। সাধারণ স্ফীতির অংশ হিসেবে ননফুড স্ফীতির হার বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়। ননফুড জাতীয় পণ্যের মূল্যস্ফীতির হার জুলাইয়ে বৃদ্ধি পেয়ে হয় ৬ দশমিক ৮০ শতাংশ। জুনে ছিল ৬ দশমিক ১৫ শতাংশ। পাশাপাশি জুলাই মাসে শহরে স্ফীতির হার বেড়ে হয় ৭ দশমিক ২৮ শতাংশ। পল্লী এলাকায় ছিল ৫ দশমিক ৮৮ শতাংশ। পল্লী এলাকায় খাদ্যস্ফীতি হ্রাস পেয়ে ৫ দশমিক ৪৩ শতাংশ হয়। আগের মাসে ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ। ননফুট স্ফীতির হার জুলাই মাসে বেড়ে হয় ৬ দশমিক ৬৯ শতাংশ। যা জুনে ছিল ৬ দশমিক ১৬ শতাংশ। নগরীতে জুলাই মাসে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি কমে হয় ৭ দশমিক ৫৮ শতাংশ। জুনে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। ননফুড জাতীয় পণ্যের মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে হয় ৬ দশমিক ৯৬ শতাংশ। জুনে ছিল ৬ দশমিক ১৪ শতাংশ। জাতীয় বেতন সূচক হার জুলাইতে হয় ৯ দশমিক ৫৫ শতাংশ। ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ। ২০১৩ থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত ছিল ৭ দশমিক ২৮ শতাংশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: