facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

জনতার মুখোমুখি: মঞ্চ থেকেই জেলা প্রশাসককে ফোন দিলেন মেয়র


১৬ এপ্রিল ২০১৭ রবিবার, ০৪:৪৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


জনতার মুখোমুখি: মঞ্চ থেকেই জেলা প্রশাসককে ফোন দিলেন মেয়র

পানি সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গেন্ডারিয়া এলাকাবাসীর মুখোমুখি হয়ে মঞ্চ থেকেই জেলা প্রশাসককে ফোন দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এছাড়া জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে মেয়রের কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন তারা।

রোববার দুপুরে গেন্ডারিয়া ফজলুল হক মহিলা কলেজে জনতার মুখোমুখি হন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

জনতার মুখোমুখি হওয়ার শুরুতেই এলাকার মানুষ পানির দাবিতে কলসি-বালতি নিয়ে স্লোগান দেন। তাদের অভিযোগ, রাত দুইটায় ওয়াসার পানি আসে। তখন পানির জন্য বের হতে হয়, যা মানুষের জন্য চরম বিড়ম্বনার বিষয়।

ওই সময় মেয়র সাঈদ খোকন বলেন, জায়গার অভাবে ওই এলাকায় পাম্প বসানো যাচ্ছে না। সতীশ সরকার রোডে পাম্পের জন্য একটি স্থান নির্ধারণ করা হলেও ওই জায়গা নিয়ে ঝামেলা থাকায় কাজ আটকে আছে। তখন এলাকাবাসী শাঁখারীনগর লেনে জায়গা আছে বলে জানালে তাৎক্ষণিকভাবে মঞ্চ থেকেই জেলা প্রশাসককে ফোন করেন মেয়র।

জেলা প্রশাসক জানান, জায়গা পেলে ১০ দিনের মধ্যেই তারা পানির পাম্প বসিয়ে দিতে পারবেন। তখন আগামী ১৫ দিনের মধ্যে এলাকার পানির সমস্যা সমাধানের আশ্বাস দেন মেয়র। তাদের কথোপকথন উপস্থিত সবাইকে শোনান সাঈদ খোকন।

এছাড়া ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ লাইন পরিষ্কার করা ও প্রধান লাইনের সঙ্গে সংযোগ করা হবে বলে জানান মেয়র।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: